অফিসে একঘেয়েমি কাটাতে

# রুটিন কাজের বাইরে কোনো নতুন চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করুন। হয়তো অফিসে কোনো নতুন প্রজেক্ট নিয়ে কথা চলছে, আপনার সে রকম কোনো ভূমিকা না থাকলেও নিজ থেকে একটা কোনো দায়িত্ব নিতে আগ্রহী হোন। হয়তো একটু বেশি সময় কাজ করতে হবে, কাজ নিয়ে মাথাব্যথাও বাড়বে কিন্তু আপনার একঘেয়েমি কাটাতে এবং নতুন কাজ শেখার ক্ষেত্রে এর থেকে ভাল উপায় খুব কমই রয়েছে।
# কাজের ফাঁকে ফ্রি টাইমে বা লাঞ্চ আওয়ারে নিজের পছন্দের একটা কাজ করুন। ম্যাগাজিন পড়া আইপডে গান শোনা বা বন্ধুকে ই-মেইল পাঠানোর মতো কাজ আপনার মুদ্র লিফটিংয়ে সাহায্য করবে।
# আপনার দৈনন্দিন কাজের আওতার বাইরে যে কোনো একটা নতুন স্কিল আয়ত্তে আনুন। ইন্টারনেট সার্চ করে নিত্যনতুন তথ্য আয়ত্তে রাখতে পারেন। তাহলে নিজের ডেভেলপমেন্টের সাথে সাথে কাজেও নতুন মাত্রা আনতে সক্ষম হবেন।
# কাজ করতে করতে অন্য কোনো সহকর্মীর দিকে সাহায্যেও হাত বাড়িয়ে দিন। কাজে একটু রদবদল আসবে, সেই সঙ্গে অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে যে আত্মতৃপ্তি পাওয়া যায়, সেটাও পুরো মাত্রায় লাভ করবেন।
# অফিসকে মনের মতো সাজিয়ে তুলুন। যে জায়গায় বসে একটানা কাজ করতে হয়, সেটা বেশ সাজানো-গোছানো থাকলে মন ভাল থাকতে বাধ্য। আর মন ভাল থাকলে একঘেয়েমি ভাবটা সহজ আর ছুঁতে পারবে না।
 
 
Home, About, Contuct,
Copyright © Careers BD